INDvsENG: রোহিত-শিখর জুটি এই বিষয়ে শচীন-সেহবাগ জুটিকে ফেললেন পেছনে

ভারতীয় দলের হয়ে সবসময়ই ওপেনিং ব্যাটসম্যানরা দুর্দান্ত প্রদর্শন করেছেন। তা সে শচীন তেন্ডুলকর আর সৌরভ গাঙ্গুলীর জুটি হোক বা শচীন তেন্ডুলকরার বীরেন্দ্র সেহবাগের জুতি। তবে এখনও পর্যন্ত যে কাজ এরা সকলেই করতেন, সেই কাজ এখন এই সময় রোহিত শর্মা আর শিখর ধবন করছেন। দুজনে নিয়মিত প্রাক্তন খেলোয়াড়দের রেকর্ডও ভেঙে চলেছেন। এই তালিকায় আজ দুজনে শচীন […]