নিজের স্কুলের দিনগুলিকে সকলেই মনে করেন, সেই হেড মাস্টারের বকুনি… হোমওয়ার্ক না করায় জোরে জোরে মারা… বেশ কয়েকবার তো দেরি করে আসায় শাস্তি হিসেবে জরিমানাও করা হত। এখন একটু ভাবুন যখন আপনার প্রফেশনাল কেরিয়ারেও দেরি করে আসায় শাস্তি হল তো কেমন লাগবে… দেরি করে আসার শাস্তি ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়াও ভীষণ ভাবে পেতেন। এর খোলসা […]