ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে চলা তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন যখন রোহিত শর্মা ব্যাটিং করছিলেন, তখন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেনকে তাকে খুব উস্কাতে দেখা গিয়েছে। তিনি বলেন যে যদি রোহিত ছক্কা মারেন তো তিনি মুম্বাই ইন্ডিয়ান্সকে সাপোর্ট করবেন। পেন বারবার রোহিতকে ঊস্কাতে থাকেন। যদিও রোহিত শর্মার উপর পেনের কথার কোনো প্রভাব পড়েনি, আর তিনি নিজের আন্দাজেই […]