সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে আইপিএলের রোমাঞ্চ বেড়েই চলেছে। আইপিএলের এই আয়োজন ভীষণই প্রভাবশালী ঢঙে সফলতার সঙ্গে এখন নিজের শেষ ধাপে পৌঁছতে চলেছে। এই মরশুমে দর্শকদের দারুণ মনোরঞ্জন হয়েছে, যেখানে তারা এক সে এক দুর্দান্ত ম্যাচ দেখতে পেয়েছেন। ম্যাচগুলির রোমাঞ্চ তো থেকেইছে সেই সঙ্গে কিছু ম্যাচ তো নিশ্বাস বন্ধ হওয়ার দৃশ্যও দেখা গিয়েছে। হর্ষ ভোগলে […]