IPL2021: দিল্লি ক্যাপিটালসের সহ মালিক গুজবকে দিলেন বিরাম, শ্রেয়স আইয়ারেকে নিয়ে দিলেন এই বড় খবর

গত ২৩ মার্চ মঙ্গলবার ভারত আর ইংল্যান্ডের মধ্যে খেলা হওয়া প্রথম ওয়ানডে ম্যাচে শ্রেয়স আইয়ার আহত হয়ে গিয়েছিলেন। এখন তিনি ডাক্তারদের দেখরেখে রয়েছেন। বিসিসিআইও এই কথা নিশ্চিত করেছেন। স্ক্যানের পর জানা গিয়েছে যে তার চোট গুরুতর। এই অবস্থায় আইপিএলের আগামী মরশুমে তার খেলা যথেষ্ট মুশকিল। দিল্লি ক্যাপিটালসের তরফেও এই ব্যাপারে জানানো হয়েছে। শ্রেয়স আইয়ারের হতে […]