পাকিস্থানের অভিজ্ঞ উইকেটকিপার কামরান আকমল বললেন যে পাকিস্থান দলের নির্বাচকরা পাকিস্থান সুপার লীগের প্রদর্শনকে দেখে যেনো নির্বাচন না করেন। জানিয়ে দিই যে আইপিএলের মতই পাকিস্থানে পাকিস্থান সুপার লীগ হয়। কামরাণ অনেক দিন ধরেই দলের বাইরে রয়েছেন। কামরান ঘরোয়া ম্যাচকে গুরুত্ব দেওয়ার ওকালতি করেছেন এ ব্যাপারে কামরান জানিয়েছেন, “ যখন থেকে আমি ঘরোয়া ক্রিকেট খেলতে শুরু […]