WI vs PAK: স্ট্যাটস: ম্যাচে হল এই ৭টি বড়ো রেকর্ড, ক্রিস গেইলের নাম হল এই বিশ্বরেকর্ড

শুক্রবার ৩১ মে আইসিসি একদিনের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ ওয়েস্টইণ্ডিজ আর পাকিস্তানের মধ্যে খেলা হয়। দুজনের মধ্যে এই ম্যাচ ট্রেন্টব্রিজের মাঠে খেলা হয়েছে। যেখানে ম্যাচের শুরু ওয়েস্টইন্ডিজের টস জেতার সঙ্গে শুরু হয় আর তারা টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। পাকিস্তানের দলের হয়ে প্রথম ব্যাট করা একদম সঠিক হয়নি আর দল মাত্র ২১.৪ ওভারে […]