ভারতে লকডাউন চলছে আর আইপিএল ২০২০তেও সংকটের মেঘ ঘনিয়ে এসেছে। যদি আইপিএল ২০২০ না হয় তো এই ৫জন তরুণ ভারতীয় খেলোয়াড়দের তার দাম চোকাতে হবে। আসলে এই ৫জন খেলোয়াড় আইপিএলে ভালো প্রদর্শন করে ভারতীয় দলে নিজের জায়গা করে নিতে পারতেন। তবে আইপিএল না হলে ভারতের হয়ে ডেবিউ করার এদের স্বপ্নের কিছু সময়ের জন্য ব্রেক লাগবে। […]