বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী জানালেন কোন সিরিজ থেকে দল নির্বাচন করবেন নতুন নির্বাচকরা

ভারতীয় দলের নির্বাচক প্রধান এমএসকে প্রসাদের কার্যকাল বার্ষিক সাধারণ সভার (এজিএম) পরই শেষ হয়ে গিয়েছিল। তার সঙ্গেই গগণ খোদারও কার্যকাল শেষ হয়ে গিয়েছে। এমএসকে প্রসাদ ২০১৬য় নির্বচক প্রধান হয়েছিলেন। তিনি ২০১৫য় নির্বাচক কমিটিতে শামিল হয়েছিলেন আর এক বছর পরে তাকে নির্বাচক প্রধান করে দেওয়া হয়। নির্বাচক পদের জন্য এসেছে তারকাদের আবেদন বিসিসিআই জাতীয় নির্বাচক কমিটির […]