আজ সকাল থেকেই ইন্টারনেটে রবি শাস্ত্রী আর নিমরত কৌরের অ্যাফেয়ারের খবর চর্চার বিষয় হয়ে উঠেছে। জানিয়ে দিই পুণে মিররের রিপোর্ট অনুযায়ী এমন খবর ছিল যে নিমরত কৌর আর রবি শাস্ত্রী গত দু বছর ধরে একে অপরকে ডেট করছেন। এই খবর দ্রুত ছড়িয়ে পড়তে দেখে শেষ পর্যন্ত নিমরত নিজের মুখ খুললেন।যদিও তিনি পরিস্কারভাবে এই সম্পর্ককে অস্বীকার […]