এই দুই উঠতি ভারতীয় বোলারের গতিতে মজলেন ব্রেট লি ! বললেন এই কথা !

এবছর আইপিএলের শুরু থেকেই নজর কেড়েছে উঠতি দুই ভারতীয় পেসার নভদীপ সাহানি এবং প্রসিদ্ধ কৃষ্ণা।দুই তরুণ প্রতিভাবান এই বোলারকে খেলতে দেখা যায় যথাক্রমে রয়‍্যাল চ‍্যালেন্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ইতিমধ্যে দলের হয়ে একাধিক ম‍্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই দুই তরুন বোলার। ইতিমধ্যে নজর কেড়েছেন একাধিক কিংবদন্তী ক্রিকেট তারকাদের। সম্প্রতি এই দুই অত‍্যন্ত […]