যজুবেন্দ্র চহেল ভারতীয় দলের সবচেয়ে মজদার ক্রিকেটারদের মধ্যে একজন। ১০ ডিসেম্বর মঙ্গলবার ভারতীয় দলের এই স্পিন বোলার যজুবেন্দ্র চহেল সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের ছবি দিয়ে সকলকে চমকে দিয়েছেন। যজুবেন্দ্র চহেল মঙ্গলবার নিজের সমর্থকদের জানিয়েছেন যে তার বিয়ে হয়ে গিয়েছে। ধনশ্রী বর্মার সঙ্গে হয়েছে চহেলের বিয়ে যজুবেন্দ্র চহেলের জীবনসঙ্গিনীর নাম ধনশ্রী বর্মা। চহেল নিজের বিয়ের খবর […]