আলোর উৎসব দীপাবলী আজ পুরো ভারতে আনন্দের সঙ্গে পালন করা হচ্ছে। এই অবসর প্রত্যেকটা বাড়ি প্রদীপের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। দীপাবলী পালন করার পেছনে বেশকিছু মান্যতা রয়েছে। আজকের দিনেই ভগবান শ্রীরাম ১৪ বছর বনবাস কাটিয়ে অযোধ্যায় ফিরেছিলেন। এই কারণে প্রত্যেক বছর কার্তিকের অমাবস্যায় দীপাবলী পালন করা হয়। খেলোয়াড়রা দিলেন শুভেচ্ছা দীপাবলীর উৎসবে খেলোয়াড়রা সমস্ত দেশবাসীকে […]