ক্রিকেটে শতক হাঁকানো যেকোনো ব্যাটসম্যানের জন্য সবসময়ই উত্তেজনাপূর্ণ। অতীতে ব্যাটসম্যানদেরকে এই মাইলফলকে পৌঁছানোর পর অভিনব পন্থায় উদযাপন করতে দেখেছি আমরা। চলুন এখন দেখে নিই এমন অভিনব পাঁচটি শতক উদযাপন- ৫. লর্ডসে মিসবাহ উল হকের উদযাপনঃ ২০০৬ সালের ইংল্যান্ড সফরে লর্ডসে প্রথম টেস্টে দারুণ এক শতক হাকিয়েছিলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক। মিসবাহের ১১৪ রানের দুর্দান্ত […]