এবি ডেভিলিয়র্সের পরিবারে এলো খুশির খবর, তৃতীয়বার হলেন বাবা

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে অনন্য ব্যাটসম্যান হিসেবে নিজের পরিচিতি তৈরি করে ফেলা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ব্যাটসম্যান এবি ডেভিলিয়র্সকে সম্প্রতিই ইন্ডিয়ান প্রিমিয়ায়র লীগে নিরাশ হতে হয়েছে। এবি ডেভিলিয়র্সের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দল আইপিএল ২০২০তে আবারও সফল হতে পারেনি। আইপিএলের নিরাশার মধ্যেই এবি ডেভিলিয়র্সের জীবনে এল খুশি নিরাশ মনে আর আবেগের সঙ্গে এবি ডেভিলিয়র্সকে এই মরশুমেও […]