RCBvsCSK: ধোনির ঝোড়ো ইনিংস এলনা কাজে, আরসিবি চেন্নাইকে হারাল ১ রানে

আইপিএল ২০১৯ এর আজ ৩৯তম লীগ ম্যাচ চেন্নাই সুপার কিংস আর আরসিবির মধ্যে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হয়েছে। এই ম্যাচ আরসিবির দল নিজেদের দুর্দান্ত প্রদর্শনে ১ রানে জিতে নিয়েছে। আর এই ম্যাচ জেতার সঙ্গেই তারা পয়েণ্টস টেবিলেও দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টস হাসিল করে নিয়েছে। আরসিবি খাড়া করে ১৬১ রানের স্কোর এই ম্যাচের টস চেন্নাই সুপার […]