রিকি পন্টিং বাছলেন এই দশকের নিজের সর্বশ্রেষ্ঠ টেস্ট একাদশ, মাত্র একজন ভারতীয় পেলেন জায়গা

ক্রিকেটের জন্য আরো একটা দশক শেষ হতে চলেছে। এই দশকে টেস্ট ক্রিকেটে এক নতুন শুরু হয়েছে। এখন সমস্ত দিগগজ খেলোয়াড়রা এই দশকে নিজেদের সর্বশ্রেষ্ঠ প্লেয়িং ইলেভেন বাছছেন। অস্ট্রেলিয়ার দিগগজ অধিনায়ক আর ব্যাটসম্যান রিকি পন্টিংও এই দশকে নিজের সর্বশ্রেষ্ঠ প্লেয়িং ইলেভেন বেছেছেন। যেখানে মাত্র একজন ভারতীয় খেলোয়াড় জায়গা পেয়েছেন। রিকি পন্টিং বাছলেন এই দশকের সর্বশ্রেষ্ঠ টেস্ট […]