NZ vs IND: আরো একটি রোমাঞ্চকর ম্যাচে টিম ইন্ডিয়া হারাল নিউজিল্যান্ডকে, দেখে নিন কেমন ছিল ম্যাচ

প্রথম ৪টি ম্যাচে জয় হাসিল করে ভারতীয় দল পঞ্চম আর শেষ টি-২০ ম্যাচ বে ওভালে খেলতে নেমেছিল। যেখানে ভারতীয় দল প্রথমে ব্যাট করে সম্মানজক স্কোর করে। যারপর নিউজিল্যান্ড দল এই ম্যাচেও ভালো শুরু করে তার ফায়দা তুলতে পারেনি আর এই ম্যাচ ৭ রানে হেরে যায়। ভারত এই সিরিজে নিউজিল্যান্ডকে ক্লীন সুইপ করে দেয়। ভারত করেছিল […]