IPL 2021:সানরাইজার্স হায়দ্রাবাদের বড়ো ধাক্কা, আইপিএল ২০২১ থেকে ছিটকে গেলেন তারকা খেলোয়াড়

আইপিএল ২০২১ এর আগে ভারতীয় দলের হয়ে ডেবিউ করা তামিলনাড়ুর ৩০ বছর বয়সী জোরে বোলার টি নটরাজনকে নিয়ে এই সময় একটি বড়ো খবর আসছে। জানিয়ে ইই যে এই বছর সানরাইজার্স হায়দ্রাবাদের দল এই বছর ১৪তম মরশুমের নিলামের আগে নটরাজনকে রিটেন করেছিল।আইপিএল ২০২১এর ২টি ম্যাচ খেলে যদিও নটরাজনের তরফে সেই প্রদর্শন দেখতে পাওয়া যায়নি যার আশা […]