৫ বারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া দল বিশ্বকাপের প্রস্তুতিতে লেগে পড়েছে। তারা ৩ মে থেকে তাদের বিশ্বকাপের ট্রেনিং ক্যাম্প শুরু করেছে। এখানে এই দল লাগাতার প্র্যাকটিস করছে। অস্ট্রেলিয়া গতবারও বিশ্বকাপে কব্জা করেছিল। এইদলকে যতই এবার বিজেতা হওয়ার প্রবল দাবীদার মানা না হোক কিন্তু গত কিছু সময় ধরে তারা দুর্দান্ত প্রদর্শন করছে। তিন লেগ স্পিনার দিয়ে প্র্যাকটিস অস্ট্রেলিয়ার […]