IPL2021: জয় শাহ জানালেন কেনো হল আইপিএল ২০২১ স্থগিত করার পরিস্থিতি

আইপিএল ২০২১ এ গত দুদিনে ২জন খেলোয়াড়কে করোনা পজিটিভ পাওয়া যাওয়ার পর কলকাতা নাইট রাইডার্স আর আরসবির মধ্যে খেলা হতে চলা ৩০তম ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছিল। যারপর এখন এই লীগের আয়োজন নিয়ে আলাদা আলাদা অনুমান করা হচ্ছে।এর মধ্যে বিসিসিআই আর আইপিএল গর্ভনিং বডির মতো অথোরিটির তরফে বেশকিছু সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্ত নিয়ে নানা অনুমানও […]