মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংসের পর, কলকাতা নাইট রাইডার্স আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল দল। এই ফ্রেঞ্চাইজি ২বার এই খেতাব জিতেছে। কেকেআরের নাম উঠতেই সকলের মনে সুনীল নারিন, অ্যান্দ্রে রাসেলের মতো এই ফ্রেঞ্চাইজির দুর্দান্ত প্রতিভাবান বিদেশী প্লেয়ারদের নাম মনে আসে। কেকেআর সবসময়ই তাদের দল গঠন করতে বিদেশী তারকা প্লেয়ারদের গুরুত্ব দিয়েছে। এই আইপিএলেও তারা সেই […]