নিজের বাবার মতই শিখর ধবনের ছেলে জোরাবরও বেশিরভাগ সময়ই চর্চার বিষয় হয়। জোরাবর টিম ইন্ডিয়ার সকল প্লেয়াদের সঙ্গে হাসি মজা করে থাকে। অর্থাৎ ও কারর সামনেই লজ্জা পায় না। কোথায় কথা বলার সময় সামান্য থমকেও যায় না, সেই কারণেই টিম ইন্ডিয়ার সদস্যারা জোরাবরের সঙ্গে খেলতে পছন্দ করেন। সম্প্রতিই টিম ইন্ডিয়ার জোরে বোলার ভুবনেশ্বর কুমার জোরাবরের […]