আইপিএলের এই মরশুমে এখনও পর্যন্ত যথেষ্ট রোমাঞ্চকর সফর থেকেছে। এর মধ্যে কিছু দলের প্রদর্শন ভীষণই দুর্দান্ত থেকেছে তো এর মধ্যে একটি দল নিজেদের প্রভাবী প্রদর্শন না হওয়ার পরও এই মরশুমে টপ-৪ এ বজায় রয়েছে। এই দল – কলকাতা নাইট রাইডার্স, যাদের খেলোয়াড়দের খুব বেশি ফর্মে দেখা যাচ্ছে না। অ্যান্দ্রে রাসেলের ফর্ম কেকেআরের জন্য চিন্তার বিষয় […]