IPL 2019 – ডেভিড উইলির জায়গায় এই ৩জনের মধ্যে কোনো এক খেলোয়াড়কে দলে শামিল করতে পারে সিএসকে

আইপিএলের গত মরশুমের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস নিজের এক তারকা অলরাউন্ডারকে হারিয়ে ফেলেছে। গত বছর নিলামে আনসোল্ড থাকা উইলিকে সেই মরশুমে চেন্নাই সুপার কিংস কেদার জাধবের আহত হওয়ার পর ২ কোটি টাকার বেস প্রাইসে নিজেদের দলে নিয়েছিল। ডেভিড উইলির জায়গা নিতে পারেন এই তিন খেলোয়াড় ডেভিড উইলি এরপর থেকে চেন্নাই সুপার কিংসের সঙ্গে এবারও […]