ODI Ranking: ওয়ানডেতে কোহলি এক নম্বরে বজায়, রোহিত আর বুমরাহের হল লোকসান

ভারত আর ইংল্যান্ডের মধ্যে সম্প্রতিই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। এই ওয়ানডে সিরিজ ভারত নিজেদের দুর্দান্ত প্রদর্শনে ২-১ ব্যবধানে জিতে নিয়েছে। এই সিরিজের পর আইসিসি আজ নিজেদের ওয়ানডে র‍্যাঙ্কিং আপডেট করেছে। এই আপডেটের ব্যাপারেই আমরা আপনাদের এই বিশেষ প্রতিবেদনে জানাব।   কোহলি এক নম্বরে বজায় আইসিসির সাম্প্রতিক র‍্যাঙ্কিংয়ে ৮৫৭ রেটিং পয়েন্টস নিয়ে ভারতীয় দলের […]