আইপিএলের শুরুয়াত হতে চলেছে, এই লীগের প্রথম ম্যাচ ২৩ মার্চ চেন্নাই সুপার কিং আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে হবে। ধোনির অধিনায়কত্বে এই দল গত মরশুমে আইপিএল ট্রফি জিতে নিজেদের প্রমান করেছে। দুই বছরের ব্যান ভোগ করার পর খেলতে আসা চেন্নাইয়ের কাছে কারোরই কোনো রকম আশা ছিলনা। যদিও চেন্নাই এটা প্রমান করে দিয়েছেন যে কেনও তাদের […]