তোবড়ানো গাল, হুইল চেয়ারে বসা, দু গালে লেপা তিরঙ্গার রঙ, মুখে ভোঁপু আর হাতে তেরঙা পতাকা নিয়ে এজবাস্টনের মাঠে এক ৮৭ বছরের বৃদ্ধের উপর যখন প্রথমবার ক্যামেরার নজর পড়ে তো পুরো বিশ্ব এই বৃদ্ধা ভারতীয় দএল্র স্যানের ব্যাপারে জানার জন্য উৎসুক হয়ে ওঠে। দর্শকাসনে বসা এই ৮৭ বছররের মহিলা ফ্যান প্রত্যেক সমর্থকের হাতে ভারতের পতাকা […]