খালি নিম্রত কৌর আর অমৃতা সিংকেই নয়, বরং এই সুন্দরীদেরো ডেট করেছেন রবি শাস্ত্রী

ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী কিছুদিন আগেই নিম্রত কৌরের সঙ্গে নিজের অ্যাফেয়ার নিয়ে চর্চায় এসেছিলেন। জানিয়ে দিই, এটা কোনও প্রথমবার নয়, যে তার নাম কারও সঙ্গে জুড়েছে। এর আগেও তিনি বেশ কিছু অ্যাফেয়ারে পড়েছেন। অভিনেত্রী অমৃতা কৌরের সঙ্গে করেছেন ডেট ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর তার তরুণ অবস্থায় একটি অ্যাফেয়ারের ঘটনা সামনে এসেছিল। আসলে রবি […]