আইপিএল ২০২০ অর্থাৎ আইপিএলের ত্রয়োদশ মরশুম শুরু হতে আর মাত্র কিছুদিনই বাকি রয়েছে। সমস্ত ফ্রেঞ্চাইজিগুলো এবার খেবাত জেতার জন্য কোনো প্রয়াসই বাকি রাখতে চায় না। এর জন্য সমস্ত টিম ম্যানেজমেন্ট নিজেদের সর্বশ্রেষ্ঠ প্লেয়িং ইলেভেন মাঠে নামানোর জন্য খেলোয়াড়দের বাছতে শুরু করে দিয়েছে। খবর অনুযায়ী এবারের আইপিএলের শুরু ২৯ মার্চ থেকে হবে অন্যদিকে ফাইনাল ম্যাচ ২৪ […]