ব্রিসবেনে চলা চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। এই ম্যাচের জন্য ভারতীয় দলে কুলদীপ যাদব দলে জায়গা পাননি। দলে মাত্র একজন স্পিনারকেই রাখা হয়েছে আর তিনি হলেন ওয়াশিংটন সুন্দর। এই স্পিনার প্রথম দিনের খেলায় ২২ ওভার বল করেছেন যার মধ্যে তিনি ৬৩ রান দিয়ে ১ উইকেট নিয়েহেন। অশ্বিন – জাদেজার না থাকা সত্ত্বেও […]