ভারত আর ইংল্যান্ডের মধ্যে চলতি টেস্ট সিরিজের চতুর্থ টেস্টের গতকাল ছিল তৃতীয় দিন। গতকালের খেলায় ইংল্যান্ডের শীর্ষক্রম আরও একবার ব্যর্থ হয়েছে। অন্যদিকে ইংল্যান্ড দলের জন্য আবারও একবার বাটলার, স্টোকস আর ক্যুরেন সংকট মোচনের ভূমিকা পালন করেছেন। তো আসুন একবার জেনে নেওয়া যাক গতকাল কোন কোন রেকর্ড হলো। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা হলেন ব্যর্থ ইংল্যান্ড জস বাটলারের ৬৯ […]