আজ বুধবার থেকে ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজের অভিযানও শুরু হয়ে গেল। প্রসঙ্গত বুধবার থেকেই ভারতীয় দল এবং সাসেক্স কাউন্টি দলের মধ্যে তিন দিবসীয় প্র্যাকটিস ম্যাচ শুরু হয়ে গিয়েছে। এই ম্যাচের প্রথম সেশন কাউন্টি দল সাসেক্সের দখলেই ছিল। কারণ সাসেক্স দল ভারতের ১০০ রানের মধ্যেই ৩ উইকেট হাসিল করে নিয়েছে। সুইং বোলিং খেলতে পারলেন না ধবন […]