ক্রিস গেইল নিজের অবসর নিয়ে নিলেন এই সিদ্ধান্ত

বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল না স্রেফ মাঠের ভিতরে জনপ্রিয় বরং মাঠের বাইরেও তার জনপ্রিয়তা দেখতে পাওয়া যায়। মাঠের ভেতরে যখন গেইলের হাতে ব্যাট থাকে তো তিনি বোলারদের কাছে আতঙ্ক হয়ে ওঠেন। গেল এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লীগে চিটাগাং চ্যালেঞ্জার্স দলের হয়ে খেলছেন। ক্রিস গেইল সবসময়ই ক্রিকেটকে উপভোগ করেন। যদিও এই সময় গেইলের অবসর নিয়ে আলোচনা […]