IPL2021: কেএল রাহুলের খেলা নিয়ে ব্যাটিং কোচ ওয়াসিম জাফরের বড়ো বয়ান

আইপিএল২০২১ এর শুরু আর কয়েকদিনের মধ্যেই হতে চলেছে। সমস্ত খেলোয়াড়রা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এর মধ্যে পাঞ্জাব কিংসের ব্যাটিং কোচ ওয়াসিম জাফর অধিনায়ক কেএল রাহুলের ব্যাটিং নিয়ে বড়ো মন্তব্য করেছেন। তার মতে গত আইপিএল মরশুমে রাহুল ভীতুর মতো ব্যাটিং করেছিলেন কিন্তু এবার তাকে ভীষণই আক্রামনাত্মক দেখা যাবে। কেএল রাহুল করবেন আক্রামণাত্মক ব্যাটিং আইপিএল ২০২০তে পাঞ্জাব […]