ক্রিকেট কমেন্টেটর হর্ষ ভোগলে ২০১৯ সালের নিজের প্লেয়িং ইলেভনের ঘোষণা করেছেন। হর্ষ ভোগলে নিজের এই দলে ৪জন ভারতীয়, ৩জন ইংলিশ, ১জন অস্ট্রেলিয়ান আর ১জন বাংলাদেশী তথা ১জন পাকিস্তানী খেলোয়াড়কে শামিল করেছেন। তিনি এই দলের অধিনায়ক বিরাট কোহলিকে বেছেছেন। হর্ষ ভোগলে নিজের এই দলে কিছু দিগগজ আর তরুণ খেলোয়াড়দের একত্রিত করেছেন। হর্ষ ভোগলের মতে তার দল […]