ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কৌরকে টি২০ চ্যালেঞ্জ ম্যাচে দুটি দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে। গত ১৫ মে এই খবর ঘোষণা করে বিসিসিআই। এই ম্যাচটি আগামি ২২ মে ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০১৮র কোয়ালিফায়ারের ম্যাচের আগে এই ম্যাচটি খেলা হবে। খবর অনুযায়ী এই ম্যাচ আইপিএলের নিয়মেই খেলা হবে। এই ম্যাচকে মহিলা আইপিএলের বিল্ড আপ […]