ক্রিকেটে সবকিছু বদলে গিয়েছে, কিন্তু যে একমাত্র জিনিসটি বদলায়নি। আজো কোনো ব্যাটসম্যান ইয়র্কার বলে রান করতে ভীষণই কম সফল হন। দ্রুত আর সঠিক ইয়র্কার বল যে কোনো ব্যাটসম্যানকেই সমস্যায় ফেলে দিতে পারে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আর বর্তমান কমেন্টেটর আকাশ চোপড়া এখন জানিয়েছেন বিশ্বের ৬জন ইয়র্কার কিং কারা। আকাশ চোপড়া জানালেন ৬জন ইয়র্কার কিংয়ের নাম ইয়র্কার […]