এশিয়া কাপ ২০১৮র ফাইনাল যদিও ভারতীয় দল জিতেছে, আর এর শ্রেয় অনেকটাই তারকা ওপেনার ব্যাটসম্যান শিখর ধবনকে দিতে হবে। ভারতের এই তারকা ওপেনিং ব্যাটসম্যান এশিয়া কাপে দুর্দান্ত প্রদর্শন করেছে আর তার দমেই ভারতীয় দল নিজেদের এশিয়াকাপ খেতাব বজায় রাখতে পেরেছে। শিখর পেলেন ম্যান অফ দ্য টুর্নামেন্টের খেতাব জানিয়ে দিই নিজের দুর্দান্ত প্রদর্শনের কারণে তারকা ওপেনিং […]