এশিয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট এশিয়া কাপ এই বছর সেপ্টেম্বরে পাকিস্তানের আয়োজনে হওয়ার কথা ছিল। কিন্তু করোনার ক্রমবৃদ্ধিমান প্রকোকে মাথায় রেখে এশিয়া ক্রিকেট কাউন্সিল এই ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর তারা এই বছর সেপ্টেম্বরে হতে চলা এশিয়াকাপকে বাতিল করে দিয়েছে। এসিসি করল নিশ্চিত, এশিয়া কাপ ২০২০র এই বছর হবে না আয়োজন এশিয়ান ক্রিকেট গভর্নিং […]