মহেন্দ্র সিং ধোনির ভক্তদের জন্য বড় এবং খুশির খবর রয়েছে। ২০১৬র সুপার হিট সিনেমা এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি সিনেমার দ্বিতীয় ভাগ দ্রুতই সিনেমা হলে দেখা যেতে চলেছে। মিড ডের রিপোর্ট অনুসারে এই সিনেমার সুশান্ত সিং রাজপুতকে ফের একবার ধোনির চরিত্রে দেখা যাবে। প্রসঙ্গত এই সিনেমার প্রথম ভাগটি ২০১১র বিশ্বকাপে পাওয়া জয় পর্যন্তই ছিল। এবার […]