IPL 2021: তিন প্রাক্তন তারকা খেলোয়াড়ের দাবি, এবার সিএসকের কোয়ালিফাই করা মুশকিল

আইপিএলের ১৪তম মরশুমের জন্য এক সে এক দল খেতাবের দাবিদার হয়ে রয়েছে। ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস গত মরশুমে খারাপ প্রদর্শন করেছিল।কিন্তু এবার দল সম্পূর্ণ প্রস্তুতিতে রয়েছে। জানিয়ে দিই যে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ত্রয়োদশ মরশুমে সিএসকে প্রথমবার প্লে অফে জায়গা করতে পারেনি আর সাত নম্বরে তাদের আইপিএল অভিযান শেষ করেছিল। এই অবস্থায় সমর্থকদের ২০২১ এ […]