ভারতীয় দলে একটি ভূমিকার জন্য দুই খেলোয়াড়ের মধ্যে নির্বাচন নিয়ে মতভেদের পুরোন ইতিহাস রয়েছে। তা সে অধিনায়ক বা ওপেনিং নিয়ে দাবীদার হোক বা উইকেটকিপার-ব্যাটসম্যানের মতো অন্য কোনো ভূমিকার জন্য। এই ধরণের মতভেদের খবর আগেও বেশ কয়েকবার এসেছে। গাঙ্গুলী-চ্যাপেলের বিতর্কের পর ওপেনিং নিয়ে গাঙ্গুলী আর দ্রাবিড়ের মধ্যে হওয়া মতভেদের খবর কে না জানে। এমনই কিছু আরও […]