২০১৯ এর শেষের সঙ্গেই এই দশকেরও শেষ হতে চলেছে। এই দশকে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ভারত বেশকিছু উপলব্ধী হাসিল করেছিল। প্রথম ভারত আইসিসি ২০১১র বিশ্বকাপ জিতেছিল, তারপর তার অধিনায়কত্বে ভারত ২০১৩র চ্যাম্পিয়ন্স ট্রফিও নিজেদের নামে করে। মানুষ ধোনিকে বললেন এই দশকের পছন্দের অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ (আইসিসি) নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে লেখে, “আমাদের জানান […]