গত কালই দক্ষিণ আফ্রিকার ক্রিকেট তারকা এবি ডেভিলিয়র্স ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন। আর ঠিক তার একদিন পরেই আরও এক ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন। ইডি জয়েস জানালেন অবসরের কথা এবি ডেভিলিয়র্সের পর এবার আয়ারল্যান্ডের তারকা ব্যাটসম্যান ইডি জয়েস ক্রিকেট থেকে সন্ন্যান নিলেন। তিনিও ডেভিলিয়র্সের মতই ক্রিকেটের তিন ফর্ম্যাট থেকেই অবসর ঘোষণা করলেন। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড […]