ENG vs WI: এই খেলোয়াড়দের ইয়োন মর্গ্যান দিলেন জয়ের শ্রেয়, জেসন রয়ের আঘাত নিয়েও বড়ো বয়ান দিলেন

আইসিসি একদিনের বিশ্বকাপে আজ ইংল্যাণ্ড আর ওয়েস্টইন্ডিজ দলের মধ্যে ম্যাচ খেলা হয়েছে। টুর্নামেন্টের এই ১৯তম ম্যাচ সাউথহ্যাম্পটনের মাঠে খেলা হয়েছে আর ইংল্যাণ্ডের দল এই ম্যাচ ৮ উইকেটে জিতে নিয়েছে। বিশ্বকাপ জেতার প্রবল দাবীদার মানা ইংল্যাণ্ডের এটি এই টুর্নামেন্টের তৃতীয় জয়। জয়ের পর অধিনায়ক মর্গ্যান হলেন খুশি ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে পাওয়া ইংল্যান্ডের একতরফা জয়ের পর দলের অধিনায়ক […]