WAHTC: বিশ্বকাপের আগে ইংল্যাণ্ডে বেইমানি করতে গিয়ে ধরা পড়লেন হসন আলি

পাকিস্তানী দল ওয়ানডে আর টি-২০ সিরিজের জন্য ইংল্যাণ্ড সফরে রয়েছে। এখানে দুই দলের মধ্যে একটি টি-২০ আর পাঁচটি ওয়ানডে ম্যাচে সিরিজ খেলা হবে। এর আগে পাকিস্তান দল এখানে প্র্যাকটিস ম্যাচ খেলছে। দলের প্রথম ম্যাচ ইংল্যাণ্ডের ঘরোয়া দল কেন্টের সঙ্গে হয়েছে। এই ম্যাচে হাসান আলির একটি ক্যাচ নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। হাসান আলি ফসকালেন ক্যাচ […]