মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে উজ্জ্বল থেকেছেন এই ৩জন খেলোয়াড়, কিন্তু বিরাটের অধিনায়কত্বে হয়েছেন ফ্লপ

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এখনো পর্যন্ত বেশকিছু অধিনায়ক থেকেছেন। এই অধিনায়কদের মধ্যে কিছুজন তো ভীষণই মহান অধিনায়ক প্রমানিত হয়েছেন যারা ভারতীয় দলকে সফলতার শিখরে নিয়ে যেতে যথাসাধ্য করেছেন। এই অধিনায়কদের নেতৃত্বে এটা তো দেখা গিয়েছে যে কিছু আলাদা আলাদা খেলোয়াড় হন যাদের বেশকিছু অধিনায়ক স্যুট করে যান আর তারা ভীষণই দুর্দান্ত প্রদর্শন করেন। এই তিনজন খেলোয়াড়, […]