আবুধাবির মাঠে আজ আইপিএল ২০২০-র এলিমিনেটর ম্যাচে আরসিবি আর এসআরএইচের দল মুখোমুখি হয়েছিল। যেখানে টস হেরে আরসিবির দল প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩১ রান করে। যে লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদের দল ৬ উইকেটে হাসিল করে নেয়। এই জয়ের পর অধিনায়ক ডেভিড ওয়ার্ন্র নিজের খেলোয়াড়দের জমিয়ে প্রশংসা করেছেন। এই জয় নিয়ে জমিয়ে প্রশংসা […]