DCvsRCB: হারের পর ঋষভ পন্থ জানালেন, কেনো তিনি ২০তম ওভার স্টোইনিসকে দিয়েছিলেন

আইপিএলের ২২তম ম্যাচে আরসিবির দল দিল্লি ক্যাপিটালসকে ১ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে আর সেই সঙ্গে তারা পয়েন্টস টেবিলেও দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টস অর্জন করে ফেলেছে। এই ম্যাচে প্রথমে ব্যাট করে আরসিবির দল ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করে জবাবে দিল্লির দল নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭০ রানই করতে পারে আর এই ম্যাচ […]